জিপি নিউজঃ সিরাজগঞ্জে জাতীয় পাটকলে আগুন লেগেছে। বুধবার ভোরে এ আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সিরাজগঞ্জ স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।