জিপি নিউজঃ যুক্তরাষ্ট্রের রির্জাভ ব্যাংকে রাখা বাংলাদেশের চুরি হওয়া রিজার্ভের টাকা উদ্ধারে চলতি মাসেই নিউইয়র্কের আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলামও উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। এ মাসের ভেতরেই মামলা হবে। এই মামলা দেখভালের জন্য বাংলাদেশের একজন আইনজীবী রয়েছেন। ঠিক তেমনিভাবে আমেরিকায়ও একজন আইনজীবী আছেন। তারা যৌথভাবে সময় নির্ধারণ করে এ মামলা দায়ের করবেন।’
মন্ত্রী বলেন, কতজনকে আসামি করব, কতজনকে বাদী করব এগুলো দু’দেশের আইনজীবীরা বসে ঠিক করবেন।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়।
এই অর্থের মধ্যে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে ৮১ মিলিয়ন ডলার ট্রান্সফার হয়। শ্রীলংকায় যাওয়া ২০ মিলিয়ন ডলার ভুল তথ্যজনিত কারণে ফেরত আসে।
ফিলিপাইন থেকে ১৫ মিলিয়ন ডলার ফেরত পাওয়া যায়। -বাসস-
রিজার্ভ চুরির টাকা উদ্ধারে চলতি মাসেই নিউইয়র্কের আদালতে মামলা করা হবে : অর্থমন্ত্রী
Facebook Comments