জিপি নিউজঃ নারায়ণগঞ্জে পৃথক দু’টি ঘটনায় ১৮ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সদর উপজেলার ফতুল্লার বাংলাবাজার আমবাগান ও নূরবাগ এলাকায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস জানান, শুক্রবার রাত ৯টার দিকে বাংলাবাজার আমবাগান এলাকায় পথচারীদের ওপর ধারালো ছুরি ও চাপাতি হাতে হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। এ সময় তারা ১৩-১৪ জন পথচারীকে কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, ২নং বাবুরাইল এলাকার আলী আজমের ছেলে তানভীর (১৮), বাংলাবাজার এলাকার আবদুুর রাজ্জাকের ছেলে হাসান (১৭), মফিজুল ইসলামের ছেলে টিপু (২২), জাকির হোসেনের ছেলে সবুজ (২৪), আলামিন নগর এলাকার বারেক হাওলাদারের ছেলে রিয়াজ (১৭), হাসেম বাগ এলাকার দাদন মিয়ার ছেলে আবদুস সাত্তার (১৮)। দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই ইলিয়াস।
অপরদিকে, রাত ৯টার দিকে নুরবাগ এলাকায় বারেক মিয়ার বাড়ির সামনে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে চারজনকে কুপিয়ে আহত করা হয়েছে।
আহতরা হলেন- বাবলু মিয়া, তারেক, নিরব ও রকি। তাদের মধ্যে রকিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মঞ্জুর কাদের জানান, ঘটনার শিকার ৪ জনেই কেরাম বোর্ডের মাধ্যমে জুয়া খেলছিলো। ঘটনাস্থল থেকে ৫টি কেরাম বোর্ড জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।