জিপি নিউজঃ আওয়ামী লীগ দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সকালে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ।
রিজভী আহমেদ বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) রচিত এই সংবিধানে যে বিধানটুকু আছে সেটা তারা নিজেরাই লঙ্ঘন করেছে। সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। এটা সম্পূর্ণরুপে সংবিধানবিরোধী। কারণ এই সংসদের মেয়াদ হচ্ছে ২৮ জানুয়ারি পর্যন্ত। তার আগে এটা করতে পারে না।’
জনগণের পক্ষে কথা বলা বন্ধ হবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের অধিকারের পক্ষে কথা বলা বন্ধ করবে না বিএনপি। জবরদস্তি করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।’
‘গত ২০ থেকে ২১ দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে নিকট আত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন ।’