জিপি নিউজঃ আওয়ামী লীগের সমাবেশে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখায় সাতক্ষীরার কলারোয়া থানার ওসি মারুফ আহমেদকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
শনিবার সকালে তাকে প্রত্যাহার করে সাতক্ষীরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ বিষিয়টি নিশ্চিত করে জানান, ওসি মারুফ আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, তার স্থানে নতুন কাউকে এখনো দায়িত্ব দেয়া হয়নি।
সাতক্ষীরার কলারোয়া থানার ওসি মারুফ আহমেদ গত ২০ ডিসেম্বর সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া ) আসনের কলারোয়া ফুটবল মাঠে নৌকা প্রার্থীর এক সমাবেশে উঠে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব গতকাল ২১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে ওসির বিরুদ্ধে অভিযোগ করেন এবং অবিলম্বে তার প্রত্যাহার দাবি করেছিলেন।
জানাগেছে, “ আমার ভোট আমি দেবো মুক্তিযুদ্ধের স্বপক্ষে দেবো ” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা শিল্পকলা একাডেমির নিজস্ব অ্যাক্রোবেটিক দল ২০ ডিসেম্বর বিকালে সাতক্ষীরা-১ আসনের কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে অ্যাক্রোবেটিক প্রর্দশনের আয়োজন করে।
সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি ও সাতক্ষীরার বর্ণমালা একাডেমি অ্যাক্রোবেটিক প্রর্দশনে সহযোগিতায় ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনা শুরুর আগে সেখানে নৌকা প্রতীকের প্রার্থী, বাংলাদেশের ওয়ার্কর্স পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন।
একই মঞ্চে উঠে কলারোয়া থানার ওসি মারুফ আহমেদ বক্তব্য রাখেন। তিনি আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, ‘আমি প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে একটি ম্যাসেস পৌছে দিতে চাই, আপনারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দিবেন, নৌকা মার্কায় ভোট দিবনে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনার একটি ভোট অতি মূল্যবান। আপনার ভোটটি সযত্নে সুযোগ্য জায়গায় দিয়ে আপনার অবস্থান জানান দিবেন।’
ওসি মারুফ আহমেদের এই বক্তব্যের ভিডিও ফুটেজ শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে শুরু করে।
-ইউএনবি-