জিপি নিউজঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশগুলোর প্রতিনিধিদের ‘অপারেশনমূলক প্রস্তুতি অর্জন’-শীর্ষক দুই দিনব্যাপী বহুজাতিক সেমিনার রাজেন্দ্রপুর সেনানিবাসে শুরু হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) সার্বিক তত্ত্বাবধানে জাতিসংঘ সদর দপ্তরের ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিভাগ’ এ সেমিনারের আয়োজন করে। শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশসমূহ জাতিসংঘ মিশনে নিয়োজিত হওয়ার পূর্বে আভিযানিক প্রস্তুতির নিশ্চয়তা এবং দক্ষতা বৃদ্ধির মূল বিষয়গুলো সম্পর্কে মতবিনিময়ই এ সেমিনারের মূল লক্ষ্য।
সেমিনারে ১৮টি দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ ছাড়াও জাতিসংঘের উচ্চপদস্থ বিশেষজ্ঞগণ মিলিয়ে ৫৫ জন বিদেশী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণসহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সেমিনারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জাতিসংঘ সদর দপ্তরের পক্ষ থেকে মেজর জেনারেল হিউ ভ্যান রোজেন, অফিস অব মিলিটারি এ্যাফেয়ার্স’র সহকারী সামরিক উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের পক্ষে গ্লোবাল পিস অপারেশনস্ ইনিশিয়েটিভ-এর ট্রেনিং প্রোগ্রাম ম্যানেজার মি. ল্যারি সুইফট এবং দেশ-বিদেশের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক আমন্ত্রিত অতিথিবৃন্দ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, কাজাকস্থান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড, ইউএসএ এবং ভিয়েতনাম সেমিনারে অংশগ্রহণ করছে।
সুত্র- বাসস