জিপি নিউজঃ জাতিসংঘ সোমবার জানিয়েছে, তারা আগামী বছর ইয়েমেনের প্রায় ২ কোটি মানুষকে মানবিক সহায়তা দিতে ৫শ’ কোটি মার্কিন ডলার চেয়েছে। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। খবর এএফপি’র।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর মার্ক ল’কক বলেন, এই বিশ্ব সংস্থার প্রতি বছর অতিরিক্ত কয়েকশ’ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হয়।
জেনেভায় আগামী ২৬ ফেব্রুয়ারি সুইডেন, সুইজারল্যান্ড ও জাতিসংঘের সহায়তায় দাতাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ল’কক আরো বলেন, দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে বলে মনে হলেও বৈরীতা শেষ হয়নি। তিনি সম্প্রতি ইয়েমেন সফর করে এমন মন্তব্য করেন।
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় সুইডেনে বিবদমান পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনায় ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।
তিনি ইয়েমেনে মানবিক সহায়তা সরবরাহে বাধার তীব্র নিন্দা করেন।
ল’কক বলেন, দেশটির অর্থনীতিকে সচল করতেও সহায়তার প্রয়োজন।
তিনি বলেন, মানবিক সহায়তার জন্য ‘হোদেইদা বন্দরটি গুরুত্বপূর্ণ’।
সৌদি আরব ও তাদের মিত্র দেশগুলোর সহযোগিতায় ইয়েমেনের সরকারি বাহিনী দেশটির পুরো নিয়ন্ত্রণ নিতে প্রায় চার বছর ধরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এতে ইয়েমেন চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
সুত্র- বাসস