জিপি নিউজঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, নির্বাচন পরিচালনায় যেসব সরকারি কর্মকর্তা থাকবেন, তাদের দায়িত্ব কমিশনকে নিতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বনানীর ফিউশন হান্টে এই জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
অলি আহমেদ বলেন, নতুন নতুন ব্যাংক অনুমোদনের ফলে অর্থনীতিতে যেকোন সময় ব্যাপক ধস নামতে পারে। এখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অলি আহমেদ আরো বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এর জন্য প্রয়োজন জনগণের সৎ সাহস এবং সচেতনতা।