জিপি নিউজঃ ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ৪৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আজ টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনের মধ্যেই জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ২২৪ রানে। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১–১ সমতা এনেছে বাংলাদেশ।
বড় লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের পক্ষে একাই লড়লেন ব্রেন্ডন টেলর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় জোড়া সেঞ্চুরি এটি তাঁর। বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ৩৮ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া তাইজুল ইসলাম ৯৩ রানে ২টি আর মোস্তাফিজুর রহমান ১৯ রানে ১ উইকেট তুলে নিয়েছেন।
২০১৭ সালের আগস্টে ঢাকায় অস্ট্রেলিয়াকে হারানোর পর এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আজকের জয় টেস্টে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়।