জিপি নিউজঃ বাংলাদেশের কেমিক্যাল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবী ঢাকার অদূরে কেমিক্যাল পল্লী স্থাপন। আর এ জন্য তারা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন । ব্যবসায়ীদের এই আন্দোলনে সাড়া দিয়ে অচিরেই ঢাকার নিকটবর্তি কেরানীগঞ্জে “কেমিক্যাল পল্লী স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার ।
গত একনেক বৈঠকে কেমিক্যাল পল্লী গঠনের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ । এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শিল্প সচিব ও বিসিক এর চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রিজ এন্ড রিলেটেড কেমিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ উল্লাহ পলাশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ।
গিয়াস/জিপি নিউজ-