জিপি নিউজঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তরুন লেখক ও রাজনীতিবিদ মোঃ শহিদুল ইসলাম। যিনি ভিপি শহীদ নামেই সবার কাছে পরিচিত।
আজ বুধবার সকাল ১১ টার দিকে তিনি তার নিজ আসনের নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেতে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা ও তাদের হাজার হাজার কর্মি-সমর্থকেরা কিন্তু দুপুর ১টার দিকে নেতাকর্মিদের ভীড় সামলাতে এক পর্যায়ে পুলিশের সাথে নেতা-কর্মিদের ধাক্কাধাক্কি শুরু হলে পরে তা বৃহৎ সংঘর্ষের দিকে ধাবিত হয় । এক সময় পুলিশ নেতাকর্মিদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এসময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন । পরে পরিস্থিতি শান্ত হলে তিনি নেতাকর্মিদের সাথে নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কার্যালয়ের দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ।
ভিপি শহিদ, গণসংযোগ আর উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে রাজনীতির মাঠে পরিচিত করেছেন । তিন তার এলাকায় বহু স্কুল কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির উন্নয়নে অনুদান প্রদানসহ সার্বিক সহযোগিতা করে থাকেন । সাংগঠনিক, ধর্মীয়, শিক্ষা ও সামাজিক নানামুখী কাজের মধ্য দিয়ে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে নিজেকে মেলে ধরেছেন। সবার মন জয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এই রাজনীতিবিদ এখন কুষ্টিয়া-৩ (সদর) আসনে আলোচনার শীর্ষে। তাকে ঘিরে কুষ্টিয়াবাসীর মধ্যে নতুন প্রত্যাশার জন্ম নিয়েছে।
এক সাক্ষাৎকারে ভিপি শহিদ বলেন, তিনি ছোট বেলা থেকেই বিএনপিকে ভালোবাসেন এবং এই দলের সাথে এখনও সম্পৃক্ত আছেন । তিনি খুলনা হাজী মোহাম্মদ মহসিন সরকারী কলেজের নির্বাচিত ভিপি ছিলেন এবং বর্তমানে মৌলভী আব্দুর রব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরেই দলের দুঃসময়ে নেতাকর্মিদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি ও মাঠে জনসংযোগ করে আসছি। এলাকার দলীয় নেতা-কর্মীরা আমার সঙ্গে রয়েছেন। এজন্য তিনি ধানের শীষে মনোনয়নের জন্য দলের কাছে শতভাগ প্রত্যাশা ব্যাক্ত করেন ।
তিনি আরও বলেন, দল যদি তাকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়ন দেয় তাহলে এই আসনটিতে নিশ্চিত বিজয়ে তিনি শতভাগ আশাবাদী ।
গিয়াস/জিপি নিউজ-