জিপি নিউজঃ সরকারের সদিচ্ছার ওপর সংলাপের ফলাফল নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকাল ১০ টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাইলে সংলাপ থেকে সুচিন্তিত মতামত আসবে। আর সংলাপের ফলাফল নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর।
তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা সংগ্রাম করে যাচ্ছি। সংলাপ এ সংগ্রামেরই একটি অংশ। আজকেও আমরা ক্ষমতাসীন দলের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। এ আলোচনার সফলতা নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর।
প্রসঙ্গত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। ১ নভেম্বর দুপক্ষের মধ্যে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়।