জিপি নিউজঃ সিলেটে প্রথম সমাবেশ কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৩ অক্টোবর নগরীর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবে নেতারা। ওইদিন তারা সিলেটে একটি জনসভাও করবেন।
মঙ্গলবার উত্তরায় অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
এর ধারাবাহিকতায় চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান বৈঠকে অংশ নেওয়া নেতারা। তবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করতে সরকারের সহযোগিতা চান ঐক্যজোটের নেতারা
আগামীদিনের কর্মসূচি নির্ধারনের লক্ষ্যে বেলা ১২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত রবের উত্তরার বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশের এটাই তাদের প্রথম বৈঠক। বৈঠকে একটি লিয়াজোঁ কমিটির গঠনেরও সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী আ স ম আবদুর রবের বাসায় আসেন।
এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিষ্টার মঈনুল হোসেন, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, জেএসডি’র সাধারন সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্যের কেন্দ্রিয় পরিষদের নেতা মমিনুল ইসলাম এবং এডভোকেট জায়েদ এই বৈঠকে অংশ নিচ্ছেন।।