জিপি নিউজঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচনের সময় এলেই ওয়ান ইলেভেনের কুশিলব এবং তাদের দোসররা ষড়যন্ত্রে মেতে ওঠে। এবারও তারা নির্বাচনকে সামনে রেখে জোট করার নামে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করেছে।’
শনিবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম জোট প্রসঙ্গে আরও বলেন, ‘জোট করেন, অসুবিধা নেই, কিন্ত সাবধান ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করলে এক বিন্দু ছাড় দেয়া হবে না। মাঠে-ময়দানে প্রতিহত করা হবে।’
স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘যতই ষড়যন্ত্র করেন, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। এর বাইরে চিন্তার কোন সুযোগ নেই।’
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে চেঁচিয়ে কোন লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গোরস্থানে চলে গেছে, তা আর কোনদিন ফিরে আসবে না। তাই ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তারা সেই ভুল আর করবে না।’
মোহাম্মদ নাসিম বলেন, আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না।
পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে জনসভায় সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়–য়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে মন্ত্রী সাঁথিয়ার সোনাতলা গ্রামে খোরশেদ আলম ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাসুদা একরাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্র- বাসস