জিপি নিউজঃ আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে যোগদানের জন্য আজ রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন ‘এন পি কেমিক্যালস’ এর কর্ণধার, বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্চ এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) এর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ পলাশ।
মোহাম্মদ উল্লাহ পলাশ বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যেতে পারছেন বলে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। তিনি বলেন এই সফরে তিনি বাংলাদেশের ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের জন্য আমেরিকার ব্যবসায়ীদের সাথে কথা বললেন এবং এদেশে বিনিয়োগ করার জন্য তাদেরকে উৎসাহিত করবেন ।
পলাশ বলেন, যে দেশ যত বেশী কেমিক্যাল ব্যবহার করে সেই দেশ তত বেশী উন্নত। তিনি একজন কেমিক্যাল ব্যবসায়ী হিসেবে, আমেরিকার ব্যবসায়ীদের বাংলাদেশে ‘কেমিক্যাল ইন্ডাস্ট্রি’ গড়ে তোলার জন্য জোর প্রচেষ্টা চালাবেন ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে ৬ দিনের সরকারি সফরে আগামী শুক্রবার নিউইয়র্কের পথে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
গিয়াস/জিপি নিউজ-