জিপি নিউজঃ সংযুক্ত আরব আমিরাতের সরকারি বিমান সংস্থা ফ্লাই দুবাই ৫ সেপ্টেম্বর থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব কার্যক্রম বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুবাই থেকে সিলেট হয়ে দেশে আসা প্রবাসীরা।
ফ্লাই দুবাইয়ের সিলেট অফিসে গিয়ে দেখা যায়, কয়েক যাত্রী বসে আছেন। তাদের হাতে পাসপোর্ট এবং দুবাই ফিরে যাওয়ার অগ্রিম কেটে রাখা টিকিট। তারা প্রত্যেকেই দুবাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের ‘যেখান থেকে টিকিট করেছেন সেখানে যোগাযোগ করতে বলছেন’ ফ্লাই দুবাইয়ের কর্মকর্তারা।
জামাল উদ্দিন নামের এক যাত্রী জানান, দুবাইয়ে একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। ফেরার কথা ১০ সেপ্টেম্বর। দুবাইয়ের কোম্পানি তাকে টিকিট কেটে দিয়েছে। কিন্তু তিনি এখন বিপাকে পড়ে যেতে পারছেন না।