জিপি নিউজঃ গাজীপুরে দুর্নীতি মামলায় বদলি হাজিরা দিতে গিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লা।
রোববার গাজীপুরের শ্রীপুরের পৌর মেয়র আনিছুর রহমানের পক্ষে বদলি হাজিরা দিতে গেলে এ ঘটনা ঘটে বলে জানা যায় । আদালত নূরে আলম মোল্লা ও পৌরসভার সাবেক হিসাবরক্ষক আবদুল মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতে আনিছুর রহমানের বিরুদ্ধে চারটি ও মান্নানের বিরুদ্ধে দুটি মামলার বিচার কাজ চলছে। আসামি পক্ষে আইনজীবী সৈয়দ রেজাউর ও দুদকের পক্ষে আইনজীবী রুহুল ইসলাম শুনানি করেন।
মামলাগুলোর মধ্যে একটিতে অভিযোগ, আসামিরা ২০১০ সালে পরস্পর যোগসাজশে পাঁচটি বাজার থেকে সাত লাখ ৩৫ হাজার ২০০ টাকা আত্মসাত করেছেন।
অপর মামলায় অভিযোগ, আসামিরা ট্যাক্সের ৪৩ লাখ ৭৬ হাজার ১০৭ টাকা পৌরসভার তহবিলে জমা না দিয়ে আত্মসাত করেন।
উল্লেখ্য, মেয়র আনিছুর রহমান শনিবার রাতে ১০ দিনের সফরে ইন্দোনেশিয়া গেছেন।