জিপি নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দলের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার করা হবে।
আজ শনিবার ট্রেনে উত্তরাঞ্চল সফরের সময় টাঙ্গাইল রেল স্টেশনে আয়োজিত এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সবাইকে বলবেন, নেত্রীর বার্তা পৌঁছে দেবেন।’
তিনি বলেন, ‘বেইমানি করবেন না, দলের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। এবার যেই বিশ্বাসঘাতকতা করবে, যেই দলের মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহী হবে, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’