জিপি নিউজঃ কারাগারে আদালত স্থানান্তরের প্রতিবাদে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এর নেতৃত্বে রাজধানীর চাঁনখার পুল এলাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বকশীবাজার থেকে শুরু হয়ে চাঁনখার পুল হয়ে আনন্দবাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। তিনি বলেন, একদলীয় শাসনব্যবস্থা আবারও পুণ:প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার ৫ জানুয়ারী মার্কা নির্বাচন করার জন্যই বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিতে অসাংবিধানিকভাবে কারাভ্যন্তরে আদালত বসিয়ে বিচারের নামে প্রহসন করছে তবে বাংলাদেশের সংগ্রামী মানুষ ঐক্যবদ্ধভাবে এই হীন প্রচেষ্টা রুখে দিবে ।
সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে চকবাজার থানা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক খলিলুর রহমান বাবু, মতিঝিল থানা বিএনপি নেতা আব্দুল আলিমসহ ৫/৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে বলে জানান ঢাকা মহানগর বিএনপি-দক্ষিণ বিএনপি’র দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু ।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সভাপতি মীর হোসেন মীরু, যুগ্ম সম্পাদক আ ন ম সাইফুল ইসলাম, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পাপ্পা শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মুকিতুল আহসান রঞ্জু, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এম এ গাফফার, সিনিয়ার সহ-সভাপতি জাকির হোসেন, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ নেতা মো: সুমন ভুঁইয়া, ওয়ারী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মোজাম্মেল হক মুক্ত, গেন্ডারিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদির কাউন্সিলর, চকবাজার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার শহীদল ইসলাম বাবুল, সূত্রাপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, শ্যামপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলিম আল বারি জুয়েল, ডেমরা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আবুল হাশেমসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।