জিপি নিউজঃ দশম জাতীয় সংসদের ১০২ খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী শপথ গ্রহণ করেছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ.ই.ম গোলাম কিবরিয়া।
এ সময় হুইপ মো: শাহাব উদ্দিন, মোছা: মাহবুব আরা বেগম গিনি, সাবেক সংসদ সদস্য মো: মোল্লা জালাল, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ, এফবিসিসিআই এর পরিচালক মো: হাবিবুল্লাহ ডন উপস্থিত ছিলেন।
সুত্র- বাসস