জিপি নিউজঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন-গণতন্ত্রের নামে কোনো দরকষাকষি নয়। দেশের শান্তি, উন্নয়ন, সুশাসনের জন্য জঙ্গি-রাজাকার ও এদের পৃষ্ঠপোষকদের বিদায় দিতেই হবে। একই সাথে ২০১৮ সালের নির্বাচনেই এ সিদ্ধান্ত নিতে শেখ হাসিনার নেতৃত্ব ও মহাজোটের ঐক্যও বজায় রাখতে হবে’ বলেন তিনি।
শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি । জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি রবিউল আলম, মীর হোসাইন আখতার, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনাসহ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ও জেলা কমিটির প্রতিনিধিরা দিনব্যাপী আলোচনায় অংশ নেন।
ইনু বলেন, ‘দেশে শান্তির জন্য জঙ্গিবাদ দমন, উন্নয়নের জন্য বৈষম্যমুক্তি আর সুশাসনের জন্য দুর্নীতি-দলবাজি দমন করতে হবে। আর এই পথে সবচেয়ে বড় বাধা ১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত অপরাজনীতির ধারক বিএনপি-জামাত চক্র।’
তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর দেশকে যদি শান্তি, উন্নয়ন, সুশাসনের ধারায় রাখতে হয়, তবে জঙ্গি-রাজাকারের সরকার আসতে দেয়া যাবেনা। ১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত অপরাজনীতির ধারার চিরতরে ছেদ ঘটাতে ২০১৮ সালের নির্বাচনেই রাজাকার-জঙ্গি ও তাদের লালনকারী খালেদা-বিএনপি-জামাতকে রাজনীতি থেকে চিরতরে বাদ দিতে হবে।’
সুত্র- বাসস