জিপি নিউজঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিহীন অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে হেরে গেল রিয়াল মাদ্রিদ। ফলে টানা তিনবার উয়েফা সুপার কাপ জেতা হল না লস ব্লাঙ্কোদের।
গেল জুলাইয়ের শুরুতে রিয়ালের সঙ্গে ৯ বছরের পাঠ চুকিয়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনাল্ডো।মাসখানেক অতিক্রম হলেও সেই শূন্যতা পূরণ করতে পারেননি স্প্যানিশ জায়ান্টরা। তাকে ছাড়া শিরোপা জিততে পারবে না তারা- এমন গুঞ্জন ছিলই। যদিও তা উড়িয়ে দিয়েছিলেন অধিনায়ক সার্জিও রামোস। অবশেষে তা ধোপে টিকল না।
রোনাল্ডোকে ছাড়া প্রথমবারের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামে রিয়াল। উয়েফা সুপার কাপের সেই লড়াইয়ে অ্যাটলেটিকোর বিপক্ষে শুরুতেই হোঁচট খায় দলটি। বুধবার রাতে এস্তোনিয়ার তালিনে ৫০ সেকেন্ডে এগিয়ে যায় ডিয়েগো সিমিওনের দল। এ কাপের ইতিহাসে দ্রুততম গোল করে দলকে লিড এনে দেন ডিয়েগো কস্তা।
প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম গোলের আগের রেকর্ডটি ছিল এভার বানেগার দখলে। ২০১৫ সালে বার্সেলোনার কাছে ৫-৪ ব্যবধানে হারের ম্যাচে তৃতীয় মিনিটে রেকর্ডটি গড়েছিলেন সেভিয়ার আর্জেন্টাইন মিডফিল্ডার।
শুরুতে পিছিয়ে পড়ার পর ২৭ মিনিটে করিম বেনজেমা ও ৬৩ মিনিটে সার্জিও রামোসের গোলে ঘুরে দাঁড়ায় রিয়াল। কিন্তু ৭৯ মিনিটে কস্তার দ্বিতীয় গোলে সমতা টানে গেলবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা।এতে ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।
ফলে ম্যাচ নিষ্পত্তির জন্য দ্বারস্থ হতে হয় অতিরিক্ত সময়ের। সেখানে প্রথম ভাগে ছয় মিনিটের ব্যবধানে (৯৮ ও ১০৪ মিনিট) দুবার বল জালে জড়িয়ে পার্থক্য গড়ে দেন সাউল নিগেস ও কোকে।
শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। এ নিয়ে শিরোপা জয়ের আনন্দে মৌসুম শুরু করল ক্লাবটি। পাশাপাশি প্রথম কোনো ক্লাব হিসেবে তিনবার প্রতিযোগিতাটিতে খেলার সুযোগ পেয়ে প্রতিবারই শিরোপা জয়ের কীর্তি গড়ল অ্যাটলেটিকো।