জিপি নিউজঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের দেয়া বিবৃতিকে ‘অনভিপ্রেত ও অযাচিত’ বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জাতিসংঘের বাংলাদেশ প্রধান ও মার্কিন দূতাবাসের বিবৃতি আন্দোলন সম্পর্কে সঠিক বিবৃতি নয়। আমি সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হিসেবে এই বিবৃতিকে অনভিপ্রেত ও অযাচিত মনে করি।
এসময় তারা ভবিষ্যতে আর এ ধরণের বিবৃতি দিবেন না বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
পাশাপাশি এ বিবৃতি প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরে এই দুই দপ্তরে চিঠি পাঠাবেন বলেও তিনি সাংবাদিকদের জানান।
হাসানুল হক ইনু বলে, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের শেষের দিকে কিছু জায়গায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা দুঃখজনক। হামলাকারীদের চিহ্নিত করার জন্য এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আজই চিঠি দেওয়া হবে।