জিপি নিউজঃ রাজধানীর ঝিগাতলায় আওয়ামী লীগ-যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার দুপুরে আন্দোলনকারীদের মারধরের অভিযোগে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রথমে ধানমন্ডি-৩ নম্বরের দিকে এগুতে থাকে। শিক্ষার্থীদের নিবৃত্ত করার জন্য ধানমণ্ডি কার্যালয়ে থাকা নেতাকর্মীরা ধাওয়া দেয়। ওই সময় শিক্ষার্থীরা পিছিয়ে এসে সীমান্ত স্কয়ার এলাকায় অবস্থান নেয়।
এরপর শিক্ষার্থীরা জড়ো হয়ে নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে পড়ে। সেখানে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে।