জিপি নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজধানীর এয়ারপোর্ট রোডে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থী দিয়া ও রাজিবের পরিবার আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী এসময় শিক্ষার্থীদের বাবা-মাকে সান্ত¦না জানান এবং পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তারা বলেন, শেখ হাসিনা এ সময় প্রতি পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র সার্টিফিকেট প্রদান করেন।
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে-নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম এবং আবদুল করিম রাজিব নিহত হয়।
সুত্র- বাসস-