জিপি নিউজঃ কুষ্টিয়ায় আদালত চত্বরে সরকার দলীয় সমর্থকদের হামলায় আহত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাতে তার মাথায় সিটি স্ক্যানসহ নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ডান চোখের নিচে ও মাথায় কাটা অংশে ৮টি সেলাই দেন চিকিৎসকরা।
আইসিইউতে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় গতকাল দুপুরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইউনাইটেড হাসপাতালের সংশ্লিষ্ট একজন চিকিৎসক জানান, হামলায় মাহমুদুর রহমান গুরুতর আহত হয়েছেন। তার ডান চোখের নিচে কেটে গেছে। মাথার পেছনে কেটে গেছে। ঘাড়েও কেটে গেছে। রাতে যখন ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তখনও তার মাথার পেছন দিক থেকে রক্ত ঝরছিল। এ ছাড়া তিনি মুখ, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। বিশেষ করে অল্পের জন্য তার ডান চোখটি রক্ষা পেয়েছে। তিনি জানান, হাসপাতালে আনার পর প্রথমেই তার মাথা ও ঘাড়ে সিটি স্ক্যানসহ নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তারপর তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। রাত ১১টার দিকে তার শরীর থেকে অস্ত্রোপচার ও দুইটি কাটাস্থানে ৮টি সেলাই দেয়া হয়। সোমবার দুপুরের দিকে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
বর্তমানে তাকে তরল খাবার দেয়া হচ্ছে। এছাড়া তিনি উচ্চরক্তচাপসহ বয়সজনিত নানা রোগে ভুগছেন। সেগুলো বিবেচনায় রেখেই তাকে চিকিৎসা দিতে হচ্ছে। একজন চিকিৎসক জানান, রোববার বিকালে কুষ্টিয়ায় হামলার শিকার হওয়ার পর সেখানে প্রাথমিক চিকিৎসা নিতে না পারায় তার বেশ রক্তক্ষরণ হয়। যশোরে কেবল ব্যান্ডেজ দিয়ে তার রক্তক্ষরণ বন্ধ করা হয়। রক্তাক্ত অবস্থায় মাহমুদুর রহমানকে যশোর থেকে বিমানযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। এদিকে গতকাল রাতে তাঁর পারিবারিক একটি সূত্র জানায়, তাঁর ডান চোখটি ফুলে গেছে। হাসপাতালের কেবিনে মাহমুদুর রহমানের মা ও স্ত্রী সার্বক্ষণিক তার সঙ্গে রয়েছেন।
উল্লেখ্য, মানহানির একটি মামলায় জামিন নিতে রোববার কুষ্টিয়া যান মাহমুদুর রহমান। আদালত থেকে জামিন পেলেও সরকার সমর্থকদের হামলায় তিনি গুরুতর আহত হত ।