জিপি নিউজঃ বিশিষ্ট সাধক ও সমাজসেবক শাহ সুফী আব্দুল্লাহ আল মোমেন শাহ্ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল গত ৯ জুলাই রোজ সোমবার ঢাকাস্থ হাইকোর্ট মাজার মসজিদে এশার নামাজের পর অনুষ্ঠিত হয় ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাইকোর্ট মাজার মসজিদ কমিটির সম্মানিত বিচারপতিবৃন্দ, এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্জ হাফেজ হারুন, মোঃ আমজাদ হোসেন, আলহাজ্জ ইউসুফ । অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এনায়েত সিদ্দিকি, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শাকিল, আলী জামান, ডাঃ মাহবুব হাফিজ, মোঃ বোরহান উদ্দিন, আলহাজ্জ হারুন আল রশীদ, মোঃ তারেক হোসেন ও লিটন কুমার রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক জি এস- হারুর অর রশীদ প্রমুখ ।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও কর্মজীবীদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন- মোঃ আরিফুর রহমান সেলিম, আব্দুল করিম আউয়াল, আহমেদ উল্লাহ জুলহাস, মোঃ শিবলি সাদিক, মেহেদি হাসান মিন্টু, সাইদুর রহমান, গোলাম মোস্তফা, মোঃ শহিদুল ইসলাম, জাহিদ সরকার মনির, আপন আহমেদ রাসেল উল্লেখযোগ্য ।
দোয়া মাহফিলে মরহুমের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোহাম্মদ উল্লাহ পলাশ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন , তার পিতা একজন অত্যান্ত নিরীহ সাধারন ও দুখী মানুষের বন্ধু ছিলেন। তিনি সবসময় গরিব দুঃখী মানুষের সাথে চলাফেরা করতেন ও অসহায়দের মাঝে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করতেন । এমন একজন জনদরদি পিতাকে হারিয়ে তিনি নিজেকে খুবই অসহায় মনে করছেন । তিনি তার পিতার চলার পথে যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের কাছে বিনয় অনুরোধ করেন । তিনি দোয়া মাহফিলে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ও তার পিতার রুহের মাগফেরাত কামনার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন । দোয়া মাহফিল পরিচালনা করেন হাইকোর্ট মাজার মসজিদের সম্মানিত খতিব মরহুম নুরুল ইসলামের ছেলে জনাব মাওলানা আহমেদ রেজা ।
উল্লেখ্য- গত ৯ জুলাই ২০১৭ইং ভোর ৪ টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বিশিষ্ট এই সাধক শাহ সুফী আব্দুল্লাহ আল মোমেন শাহ্ ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর । তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ।