জিপি নিউজঃ পাকিস্তানের পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা হামলায় দলটির কেন্দ্রীয় নেতা হিরন বিলরসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
মঙ্গলবার রাতে পেশোয়ারের ইয়াকাতুত এলাকায় এএনপির নির্বাচনী সভায় এ হামলার ঘটনা ঘটে।
পেশোয়ারের প্রধান শহর ইয়াকুতের পুলিশ অফিসার গণমাধ্যমকে বলেছেন, এ বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদেরকে লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পাকিস্তানের ৭৮ নং সংসদীয় আসনে এএনপির একটি নির্বাচনী সভা ছিল। দলটির নেতা হিরন বিলর সভায় উপস্থিত হওয়ার পর পরই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। সূত্র: দ্যা ডন।