জিপি নিউজঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধু ৬-দফা দিয়ে প্রমাণ করেছিলেন বাঙ্গালি স্বশাসন ও স্বাধীনতার উপযুক্ত। আজ শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়ন তা-ই প্রমাণ করে।’
বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ জুন স্বাধিকার আন্দোলন দিবস উপলক্ষে রাজধানীর লালবাগের ইসলামবাগে হারুন-অর-রশীদ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাসদ ঢাকা দক্ষিণ আয়োজিত ইফতার-পূর্ব সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
১৯৬৬ সালের এদিনে স্বাধিকারের দাবিতে বঙ্গবন্ধুর দেয়া ৬-দফার পক্ষে আহূত হরতালে পাকবাহিনীর বুলেটে নিহত শহীদ মনু মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ছয়-দফার ধাপই বাঙালির স্বাধীনতার সোনার দরজা খুলে দিয়েছিল।’
ইতিহাসের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘অনেকেই বলতো, বাঙালি দুর্বল, নিজের শাসনভার নেবার অনুপযুক্ত, কিন্তু‘ বঙ্গবন্ধু জানতেন, বাঙালি শক্তিমান সাহসী জাতি। তাই তিনি পাকিস্তানের সাথে মিটমাট করেননি, দেশকে স্বাধীন করেছেন। আজও পাকিস্তানপন্থীদের সাথে মিটমাট নয়।’
হাসানুল হক ইনু বলেন ‘পাকিস্তানপন্থীরা দেশের এ অগ্রযাত্রা সহ্য করতে পারে না, তারা জামাত-বিএনপি হেফাজতের কাঁধে চড়ে উন্নয়নের পথে কাঁটা বিছায়’ ।
‘তাই দেশ ও মানুষের উন্নয়ন ও শান্তির স্বার্থে রাজনীতি থেকে পাকিস্তানপন্থীদের বিদায় জানাতে হবে আর শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে হবে’, বলে আহবান জানান তিনি।
জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইদ্রিস ব্যাপারীর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নেতা মীর হোসেন আখতার, নূরুল আখতার, শওকত রায়হান, সাইমুম কনক এবং ইসলামবাগ ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর আলম বাবুল সভায় দিবসটির ওপর বক্তব্য রাখেন।
সূত্র- বাসস