জিপি নিউজ: ৮ এপ্রিল সকালে নয়াপল্টনে আমরা বাংলাদেশী সংগঠনের উদ্যোগে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি, আসন্ন একাদশ জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি জিয়াউদ্দিন জগলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বক্তব্য রাখেন আমরা বাংলাদেশী’র মহাসচিব মো. জাকির হোসেন, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম মিয়া, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, আমরা বাংলাদেশী ঢাকা মহানগর সম্পাদক পারভেজ চৌধুরী, মো. সাহাবুদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, দেশের গণতন্ত্র আজ নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে বন্দী। দেশ আজ সংকটকাল অতিক্রম করছে। দেশের জনগণ স্বৈরাচার সরকারের কাছে জিম্মি। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গুম-খুন সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। সরকার আবারও ৫ জানুয়ারির ন্যায় আরেকটি নির্বাচন করার নীলনকশা করছে। কোন অবস্থাতেই সরকারের নীল নকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না। খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলার মাটিতে কোন নির্বাচন করতে দেয়া হবে না। বিএনপির তৃণমুল নেতাকর্মীরা যেকোন মূল্যে এই নির্বাচন প্রতিহত করবে।