জিপি নিউজঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ১১ মার্চ ২০১৮ রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার নয়া পল্টনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি আরও বলেন, আজ ঢাকা মহানগরসহ সারাদেশে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বিএনপি’র বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে মানিকগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বেশ কিছু নেতাকর্মীকে। ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে লিফলেট বিতরণের কর্মসূচির অংশ হিসেবে দেয়ালে পোষ্টার লাগাতে গেলে গোয়েন্দা পুলিশ মারমুখী হয়ে পোষ্টার লাগাতে বাধা দেয় এবং পোষ্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। বান্দরবানে যুবদল নেতা মো: হেলাল একই কর্মসূচিতে অংশগ্রহণকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়া মৌলভীবাজারে লিফলেট বিতরণের সময় পুলিশী হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বগুড়ার সারিয়াকান্দিতে থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিরুল মোমিন পিন্ট ও পৌর বিএনপি নেতা আলাউদ্দিন এবং ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিএনপি’র পক্ষ থেকে লিফলেট বিতরণের মতো অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশী বাধাদান ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি করেন।
গিয়াস/ইউএ