জিপি নিউজঃ চাকরি জাতীয়করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যৌথ প্রতিনিধি সভায় চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন ও ১৯ শে মার্চ ঢাকায় মহাসমাবেশ সফল করার আহ্বান জানান শিক্ষক নেতৃবৃন্দ ।
আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে কুষ্টিয়া চাঁদ সুলতান হাই স্কুলে অনুষ্ঠিত হয় । বাশিস সভাপতি কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বাশিস মহাসচিব অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া ।
সভায় আরও বক্তব্য রাখেন, প্রিন্সিপ্যাল রেজাউল করিম, মুগিস উদ্দিন চৌধুরী, মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, অধ্যপক মোঃ আলমগীর হোসেন, অধ্যক্ষ সেলিম মিয়া ,অধ্যপক আব্দুল হাকিম, অধ্যপক আবু সাঈদ, অধ্যপক মাজিদ প্রমুখ ।
সভায় অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবী । এই দাবী পুরনে সকলকে একজোট হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে । চাকরি জাতীয়করণের দাবীতে আগামী ১৯ শে মার্চ ঢাকায় মহাসমাবেশে দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণের আহবানও জানান তিনি ।