জিপি নিউজঃ চাকুরী জাতীয়করণের দাবিতে গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করে “শিক্ষক কর্মচারী ঐক্যজোট” এর নেতৃবৃন্দ ।
স্মারকলিপি প্রদানের মাধ্যমে নেতৃবৃন্দ যথাযথ কর্তৃপক্ষকে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ও দাবি পূরণে বিলম্ব হলে আন্দোলনে যাওয়ার কর্মসূচি গ্রহণ করেন। নেতৃবৃন্দ ২৮ ফেব্রুয়ারির মধ্যে চাকুরী বাস্তবায়নের দাবি পূরণের আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যন অধ্যক্ষ মোঃ সেলি ভূঁইয়া ।
সেলিম ভূঁইয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সকল কর্মসূচি দলমত নির্বিশেষে পালনের আহ্বান জানান এবং আগামী ১৯ মার্চ ঢাকায় মহাসমাবেশকে সফল করার জন্য তিনি শিক্ষক কর্মচারীদের অনুরোধ জানান।
যে সকল জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় সে গুলো হল জনাব কাজী আব্দুর রাজ্জাক ও প্রিন্সিপাল রেজাউল করিমের নেতৃত্বে কুষ্টিয়ায়, শাহাদাৎ হোসেন ও অধ্যাপক মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ঢাকায়, এম.এ ছফা চৌধুরী ও অধ্যাপক ওসমান গনির নেতৃত্বে চট্টগ্রাম, অধ্যক্ষ মুঞ্জুরুল ইসলামের নেতৃত্বে দিনাজপুর, অধ্যক্ষ শামসুল হকের নেতৃত্বে জয়পুরহাট, মিজানুর রহমান ও আজিজুল হক রাজা’র নেতৃত্বে বগুড়া, ইউসুফ আলীর নেতৃত্বে টাঙ্গাইল, অধ্যাপক হাসিম তালুকদারের নেতৃত্বে সিরাজগঞ্জ, অধ্যাপক মনিরুল ইসলাম ও মাওলানা বায়েজীদের নেতৃত্বে খুলনা, ফজলুল হকের নেতৃত্বে কিশোরগঞ্জ, অধ্যাপক নওশের আলীর নেতৃত্বে জামালপুর, অধ্যক্ষ আ. রহমান ও আ. রাজ্জাকের নেতৃত্বে কুমিল্লা, অধ্যাপক মোশাররফ হোসেন লিটনের নেতৃত্বে চাঁদপুর, অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে গাজীপুরে, আবু হেনার নেতৃত্বে মানিকগঞ্জে, ফয়জুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার, অধ্যক্ষ নিজাম উদ্দীন তরফদার ও অধ্যাপক ফরিদ আহমেদ এর নেতৃত্বে সিলেটসহ প্রায় সকল জেলায়।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, জোট নেতা কাজী আব্দুর রাজ্জাক, সি.এম মাহমুদ, প্রিন্সিপাল রেজাউল করিম, মাওলানা মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, কামরুজ্জামান মিজান স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
গিয়াস/ইউএ
Facebook Comments