জিপি নিউজঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজাকে একটি ষড়যন্ত্রমূলক সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া ।
আজ দুপুর ২ টায় সংগঠনের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিনিধি সমাবেশ তিনি এই মন্তব্য করেন ।
সেলিম ভূঁইয়া বলেন, সরকার বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দিয়ে যাচ্ছেন। গত ৮ ফেব্রুয়ারি একটি সাজানো মামলায় তাকে সাজা দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
তিনি বলেন, প্রতি বৎসর ১লা রমজান বেগম খালেদা জিয়া এতিমদের সাথে ইফতার করে থাকেন। তিনি এতিমদের মায়ের মমতা দিয়ে স্নেহ করেন। এতিম শিশুদের অর্থ আত্মসাৎ করবে বেগম খালেদা জিয়া তা দেশবাসী বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার এই অপকৌশল জনগণ বুঝতে পেরেছে। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রাখা যাবে না।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে বিজয় অর্জন করে দেশ পরিচালনা করবেন। কোন ষড়যন্ত্রই বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মো. জাকির হোসেন, মাওলানা মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ সেলিম মিয়া, পারভেজ চৌধুরী, অধ্যাপক আবদুর রহমান, অধ্যাপক কাজী মাঈনুদ্দীন, অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী, অধ্যপক আ. সালাম. গিয়াসউদ্দীন আহমেদ প্রমুখ।
নেতৃবৃন্দ চলতি সপ্তাহেই বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
গিয়াস/ইউএ
Facebook Comments