জিপি নিউজঃ বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে ফরিদপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাসভবন ময়েজমঞ্জিলে হামলা করেছে যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় তিনজনকে কুপিয়ে জখম ও কয়েক রাউন্ড গুলি করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। তবে এসময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি পালনের জন্য ময়েজমঞ্জিলে সমবেত হওয়ার খবর পেয়ে সেখানে টহল পুলিশ ও বিজিবির পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটর সাইকেলে চেপে সেখানে যায়। এরপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় তারা। এ সময় শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সনেট, যুবদল নেতা উজ্জল ও হৃদয়কে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। নিরস্ত্র নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে তাদের লক্ষ্য করে ৭/৮ রাউন্ড গুলি ছোড়ে তারা। পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালানো হয় বলে বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন।
আহত ছাত্রনেতা সনেট, উজ্জল ও হৃদয়কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, ময়েজমঞ্জিলের ১শ’ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এমন হামলার ঘটনা ঘটেনি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আমলে আইয়ুব বিরোধী আন্দোলনসহ নানা আন্দোলন সংগ্রামে ময়েজমঞ্জিল নেতৃত্ব দিলেও এরআগে কোনোদিন এমন হামলা হয়নি বলেও তিনি জানান।