জিপি নিউজঃ ‘বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করায় রাজনৈতিক সঙ্কট আরো বাড়বে’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডোমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অবঃ) অলি আহমেদ বীর বিক্রম।
আজ শনিবার ১০ ফেব্রুয়ারি সকাল ১১:০০ টায়, তেজগাঁও এলডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে “বর্তমান প্রেক্ষাপট ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার রায় নিয়ে” তাদের অবস্থান তুলে ধরতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র জরুরী সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন ।
কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার ৬৩২ পৃষ্ঠার রায় কী করে ১০ দিনে লেখা সম্ভব হয় এমন প্রশ্ন তুলেছেন তিনি । তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা পরিকল্পিত। গণমাধ্যমের খবর অনুযায়ী রায়ের আগেই তার জন্য আগেই কারাগারে জায়গা ধোয়ামুছার কাজ হয়েছে। যারা লুটপাট করেছে, তাদের খবর নেই, অথচ নিরপরাধ সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে নেয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে সাজা দেয়ার বিষয়টি সরকারের পূর্ব পরিকল্পিত। তাকে যে কারাগারে রাখা হয়েছে, সেটি অপরিচ্ছ্ন্ন। বিএনপি নেত্রীকে কারাগারে পাঠানোর সব বন্দোবস্ত আগেই ঠিক করে রাখা হয়েছিল।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড.রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আবদুল করিম আব্বাসী, আব্দুল গণি, কামাল উদ্দিন মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ড. নিয়ামুল বশির, তমিজ উদ্দিন টিটু, বিল্লাল হোসেন মিয়াজী সহ এলডিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।