জিপি নিউজঃ ঢাকা উত্তর ও দক্ষিন দুই সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ৩৬ টি ওয়ার্ডে নির্বাচনী আমেজ শুরু হয়েছে । সক্রিয় হয়ে উঠেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা । দলের মনোনয়ন পেতে চলছে নানামুখি তৎপরতা, দৌড়ঝাঁপ । নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে আগামী ফেব্রুয়ারিতে এসব ওয়ার্ডে নির্বাচন হতে পারে । সেক্ষেত্রে উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচনের দিনই ওয়ার্ড গুলোতে নির্বাচন হবে ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবগঠিত কয়েকটি ওয়ার্ড সারেজমিন ঘুরে দেখা যায় আগামী কাউন্সিলর নির্বাচন নিয়ে প্রতিটা ওয়ার্ডে পাড়ায়-মহল্লায়, মাঠে-ময়দানে, হাটে-বাজারে চায়ের দোকানগুলিতে বেশ উৎসাহ উদ্দীপনা চলছে । কে বা কারা হচ্ছেন তাদের এলাকার কাউন্সিলর প্রার্থী এই নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা । এমনই ঢাকা উত্তরের ৬১ নং ওয়ার্ডের বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন রাজনীতিবিদ জনাব আলহাজ্জ পারভেজ চৌধুরী ‘জিপি নিউজ’ কে বলেন, বিএনপি বরাবরই স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিয়ে আসছে । এরই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিনের নতুন যুক্ত হওয়া ১৮ টি ওয়ার্ডের নির্বাচনে বিএনপি অংশগ্রহন করতে পারে । তিনি দনিয়া, নূরবাগ, কুতুবখালী, কবিরাজবাগ, রসুলপুর ও নয়াপাড়া এলাকা নিয়ে গঠিত ৬১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে তার দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন । সেক্ষেত্রে দল যদি তাঁকে কাউন্সিলর পদে মনোনয়ন দেয় তাহলে তিনি ৬১ নং ওয়ার্ডে শতভাগ জয়ের আশাবাদ ব্যাক্ত করেন । এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬১ নং ওয়ার্ডটি অত্যান্ত অবহেলিত , এখানকার রাস্তা-ঘাট ও বসবাসের পরিবেশ খুবই নাজুক। তিনি নির্বাচিত হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অভিপ্রায় ব্যক্ত করেন । এছাড়া জনাব পারভেজ চৌধুরী এর আগে দনিয়া ইউনিয়নে চেয়ারম্যন প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তাই এলাকার জনগন ও ভোটারদের কাছে তিনি সুপরিচিত বলেও জানান সেক্ষেত্রে তিনি ৬১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে দলের মনোনয়নে আশাবাদী । এ ওয়ার্ডে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো বিশিষ্ট ব্যবসায়ী দনিয়া ইউনিয়ন চেয়ারম্যান জুম্মন মিয়া, মহিউদ্দিন আহমেদ মজুমদার, আব্দুল জব্বার প্রধান, জামসেদুল আলম শ্যামল প্রমুখ।
বিএনপির বিশেষ সুত্র জানা গেছে, ওয়ার্ডগুলোতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের সিনিয়র নেতাদের পাশাপাশি মহানগরের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । তাদের সুপারিশের ভিত্তিতেই কেন্দ্র চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করবে । আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রনয়ন শুরু হয়েছে । তবে উত্তর দক্ষিনে কোন তালিকায় এখনো চুড়ান্ত করা হয়নি । প্রতিটি ওয়ার্ডেই দক্ষ ও যোগ্য কাউন্সিলর প্রার্থীদেরকে সমর্থন দেওয়া হবে । কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী প্রায় শতাধিক প্রার্থী ।