জিপি নিউজঃ দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে ওই সীমান্তের ৩১৩ সিএস পিলারের নিকটে এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
বিএসএফের গুলিতে মোজাফফর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার ভোররাতে ৭-৮ জনের একটি দল সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় ৪১ বিএসএফের সদস্যরা গুলি করেন। এতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যান।
নিহতের লাশ সীমান্তের শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবর হেফাজতে রাখা হয়েছে।
লে. কর্নেল সাইফুল বলেন, এ বিষয়ে একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষে মোজাফফরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।