জিপি নিউজঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় চলমান রোহিঙ্গা সংকট সমাধানের পথ প্রশস্ত করেছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অসাধারণ রাজনীতি ও কূটনৈতিক বুদ্ধিমত্তার ফলে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট জটিল ইস্যুর সমাধানের পথ প্রশস্ত হয়েছে।’ আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসি-তে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেন, ‘গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর উত্থাপিত ৫ দফা প্রস্তাব ছিল রোহিঙ্গা সমস্যার সমাধানে একটি স্থায়ী সমাধান।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই প্রস্তাব আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সমর্থন লাভ করে, যা এই সংকট সমাধানে পথপ্রদর্শক হিসেবে কাজ করে।’
আগামী দুই মাসের মধ্যে শত-সহস্র রোহিঙ্গা জনগণকে তাদের বাসভূমি রাখাইন রাজ্যে নিরাপদে ও সম্মানের সঙ্গে প্রত্যাবাসনের জন্য গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করলে গত ২৫ আগস্ট থেকে সীমান্ত অতিক্রম করে ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।
মন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যুক্তরাষ্ট্রের সিনেটর ও গণমাধ্যমকে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রদানে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। নাসিম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন প্রসঙ্গে নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক ও জাতীয় জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সন্ত্রাস ও চরমপন্থা দমনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। যা দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ এবং দেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার কারণে বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে আবারও তাঁকে নির্বাচিত করবে।
এর আগে নাসিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনকৃত চ্যান্সেরি বিল্ডিং পরিদর্শন করেন।
সুত্র- বাসস