জিপি নিউজঃ এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তাদের সহায়তা দানের আগ্রহ প্রকাশের প্রেক্ষিতে ঢাকা এ বিষয়ে সংস্থাটির আর্থিক সহায়তা চাওয়ার পরিকল্পনা করছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার অর্থ মন্ত্রণালয়ে এডিবি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আমরা ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা চেয়েছি এবং এই সহায়তা নেয়ার জন্য আগে আমাদেরকে প্রকল্প তৈরি করতে হবে।’
এডিবি দক্ষিণ এশিয়ার মহাপরিচালক হুন কিম এডিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশে এডিবি’র নতুন কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কাই লি।
মুহিত বলেন, সরকার এখনও পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তায় এডিবি’র কাছে কোন অনুরোধ করেনি।
এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, বর্তমান অর্থবছরে জাতীয় বাজেটে রোহিঙ্গা ইস্যু কোন বড় চাপ সৃষ্টি করেনি।
তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দপ্তরে তাদের চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দিয়েছি। বিভিন্ন দেশ ও সংস্থার সহায়তাও বেশ ভালো।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুন কিম বলেন, রোহিঙ্গা ইস্যুতে এডিবি বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত।
তিনি বলেন, ‘সরকার চাইলে এডিবি বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে। আমরা সরকারের অবস্থান জানার অপেক্ষায় আছি।’
সুত্র- বাসস