জিপি নিউজঃ বিপিএল এ জয়ের ধারায় ফিরতে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে ৪ উইকেটে হেরে যায় কুমিল্লা। তাই জয়ের জন্য মুখিয়ে রয়েছে দলটি। অন্যদিকে টুর্নামেন্টে শুভ সূচনার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিতে চায় চিটাগাং। দিনের অপরম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামছে রাজশাহী কিংস। দুটি ম্যাচের দুটিতে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে নাসিরের সিলেট। অন্যদিকে প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরে যায় রাজশাহী। গত ম্যাচের ভুলগুলো শুধরে জয়ের স্বাদ নিতে চান ড্যারেন স্যামিরা। এবারে দলগুলোর নেতৃত্বে এসেছে রদবদল। গেল দুবার কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মুর্তজা এবারে রংপুর রাইডার্সের দলনেতা। বরিশাল বুলস না থাকায় রাজশাহী কিংসের আইকন খেলোয়াড় হয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আর রাজশাহীর গতবারের আইকন সাব্বির রহমানের ঠিকানা সিলেট সিক্সার্সে। এ বছর চিটাগং ভাইকিংসে নেই তামিম ইকবাল। যোগ দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। রংপুর রাইডার্স ছেড়ে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন সৌম্য সরকার। খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস বদলায়নি তাদের নেতা। খুলনা এবং ঢাকার অধিনায়ক যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। এদিকে দেশি ক্রিকেটারদের পাশাপাশি এবার দ্যুতি ছড়াতে পারেন বেশ কিছু বিদেশি তারকা। পঞ্চম আসরে সর্বাধিক বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস নিবন্ধন করিয়েছে ১৭ বিদেশির নাম। এ দলটির হয়ে খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের। তবে শেষ মুহূর্তে পাওয়া চোটের কারণে তার আর বিপিএলে আসা হচ্ছে না। ডানহাতি এ অলরাউন্ডার ছাড়াও ঢাকায় রয়েছেন কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, এভিন লুইস, কাইরন পোলার্ডের মতো সুপার-ডুপার তারকারা। ঢাকার চেয়ে রংপুর রাইডার্সও কোনো অংশে কম নয়। রংপুরকে নেতৃত্ব দেবেন বিপিএলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের দলে খেলবেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, কুশল পেরেরা, সামিউল্লাহ শেনোয়ারি আর প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা লাসিথ মালিঙ্গাও। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আছেন রুবেল হোসেন, আবদুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস। সবচেয়ে বেশি অলরাউন্ডার কিনেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। স্কোয়াডে আছেন বাংলাদেশে দলের তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান-তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং লিটন দাস। বিদেশী তারকা ব্যাটসম্যানদের মধ্যে বছরজুড়ে ফর্মে থাকা ফখর জামান, জস বাটলার ও কলিন মুনরো। মিডল অর্ডারের দায়িত্ব থাকবে মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো এবং শোয়েব মালিকের ওপর। এ ছাড়া রয়েছেন ডোয়াইন ব্রাভো এবং মোহাম্মদ নবীর মতো অলরাউন্ডার। বোলিং আক্রমণে আরো ধারালো কুমিল্লা। দলে আছে ওয়ানডের নাম্বার ওয়ান পেসার হাসান আলী। পাক তরুণ বোলার ফাহিম আশরাফ, জিম্বাবুয়ের ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার সলোমন মিরে এবং টাইগার পেসার আল আমিন হোসেন। ঘূর্ণি বলে তাক লাগাতে পারেন রশিদ খান। তাকে সঙ্গ দেবেন বাংলাদেশের আরাফাত সানি। সিলেট সিক্সার্সে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, রাজশাহী কিংসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুটি দলই বিদেশির চেয়ে দেশি ক্রিকেটারে প্রাধান্য দিয়েছে। এবারের আসরে নতুন যোগ হওয়া সিলেট বিদেশি কোটায় নিয়েছে রস হুইটলি, লিয়াম প্লাঙ্কেট, দাসুন শানাকা, ওয়ানিডু হাসারাঙ্গা, বাবর আজম, আন্দ্রে ম্যাকার্থি, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্টোকি, চতুরাঙ্গা ডি সিলভা, গুলাম মুদাসসর খান, দানুস্কা গুনাতিলকা, উপুল থারাঙ্গা, উসমান খান, রিচার্ড লেভি। গত আসরের রানার্সআপ রাজশাহী কিংসে বিদেশিদের তালিকা এমন-লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, উসমান মির, রাজা আলী দার। দেশি খেলোয়াড়ের মধ্যে রাজশাহীর হয়ে খেলবেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনীক। জেমকন গ্রুপের মালিকানাধীন খুলনা টাইটানস দল সাজাতে বিদেশি কোটায় নিয়েছে জুনাঈদ খান, সরফরাজ আহমেদ, সাদাব খান, বেনি হাওয়েল, কার্লোস ব্রাফেট, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস লিন, কাইল অ্যাবট, রাইলি রুশো, সিকুগে প্রসন্ন, শিহান জয়াসুরিয়া, জফরা আর্চার, মাইকেল ক্লিঙ্গার। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন (শান্ত), আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান। ডিবিএল গ্রুপের চিটাগাং ভাইকিংস মাতাতে পারে মিসবাহ-উল-হক, দিলশান মুনাবিরা ও লুক রংকিদের। দলটির খেলোয়াড় লিস্টে আছেন দেশি-সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক (বিজয়), শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত। বিদেশি-লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, দিলশান মুনাবীরা, মিসবাহ-উল-হক, নজিবউল্লাহ জাদরান, লুইস রিস।