জিপি নিউজঃ রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার মধ্য বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. নাসিম (২৩)। তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, সকালে বাড্ডা এলাকায় নাসিমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনা হলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।