জিপি নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক খাজা রহমতুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
মঙ্গলবার এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী দেশে হকির উন্নয়নে খাজা রহমতুল্লাহর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
খাজা রহমতুল্লাহর মৃত্যুতে দেশ একজন খ্যাতনামা হকি সংগঠক হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।
শেখ হাসিনা ছাত্রলীগকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রহমতউল্লাহর ভূমিকার কথা স্মরণ করেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।
সুত্র- বাসস