জিপি নিউজঃ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তিন মন্ত্রণালয়, এক সরকারি বিভাগ ও একটি বেসরকারী প্রতিষ্ঠান অনুদান দিয়েছে।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের একদিনের বেতন তহবিলে দান করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ সিকদার নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
এদিকে বেসরকারী প্রতিষ্ঠান আমান গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. তারিকুল ইসলাম এবং মে. জে. (অব.) শেখ মো. আমান হাসান অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
সুত্র- বাসস