জিপিনিউজঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারতের প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পায় এবং এ দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে।
তিনি বলেন, ভারত তার পররাষ্ট্র নীতিতে প্রতিবেশীদের অগ্রাধিকার দেয় এবং প্রতিশেীদের মধ্যে সবার আগে রয়েছে বাংলাদেশ।
তিনি আজ রাজধানীতে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরী ভবন উদ্বোধনকালে একথা বলেন।
ঢাকার বারিধারার কূটনৈতিক এলাকায় ৫ একর জমির উপর এই চেন্সেরী ভবন নির্মিত হয়েছে।
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কে তিনি বলেন, দু’দেশের সম্পর্ক কৌশলগত অংশিদারিত্বকে ছাড়িয়ে গেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের ৭১.৬৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা সহজ ভিসা প্রক্রিয়াসহ ভারতীয় হাইকমিশনের বিভিন্ন কর্মকান্ডের উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুষমা তার ২৪ ঘন্টারও কম সময়ে সফর শেষে আজ দুপুর ১টা ১৩ মিনিটে একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন।
সুত্র – বাসস