জিপি নিউজঃ মালয়েশিয়ার পেনাং রাজ্যের জর্জ টাউন এলাকায় ৪৯ তলা বিশিষ্ট দুটি কনডমিনিয়াম টাওয়ারের নির্মাণস্থলে ভূমিধসে তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিকসহ মোট ১১ জন শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন। শনিবার কনডমিনিয়াম টাওয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করে। কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, নিহত তিন শ্রমিকের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন মায়ানমারের নাগরিক রয়েছেন। ওই ভবন নির্মাণে নিয়োজিত কর্মকর্তারা বলেন, ঘটনাস্থল থেকে আরো ২ শ্রমিক অনেকটা আঘাত প্রাপ্ত হয়ে ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পেনাং ফায়ার সার্ভিস বিভাগের পরিচালক সাধুন মোখতার বলেন, যে সমস্যা দেখা যাচ্ছে তাতে আমরা পৃথিবীর ৩৫-মিটার গ্যাপ খনন করতে চাই। আমরা তিনটি কুকুরের সাথে একটি কে-৯ ইউনিট স্থাপন করেছি। এ ঘটনায় জড়িতদের খুজে বের করা হবে অবশ্যই। সাধুন মোখতার বলেন, এখানে কর্মরত বেশির ভাগ শ্রমিকই ইন্দোনেশিয়া, বাংলাদেশি ও বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গারা। সম্পূর্ণ ঘটনাটির সূত্রপাত জানতে এখনো কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ, ঘটনার কারণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি ।
মালয়েশিয়ায় ভূমি ধসে নিহত ৩, বাংলাদেশিসহ নিখোঁজ ১১
Facebook Comments