প্রতিনিধি নিয়োগ চলছে! প্রতিনিধি নিয়োগ চলছে!! বিস্তারিত জানতে : ০১৬৭৬৩৬৯৪১৫
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | খেলাধুলা | বিনোদন | রাজনীতি | লাইফ স্টাইল | শিক্ষাঙ্গন | অর্থ বানিজ্য | আইন আদালত | আবহাওয়ার নিউজ | ইতিহাস ঐতিহ্য | এক্সক্লুসিভ নিউজ | কৃষি সংবাদ | চাকরির খবর | সারাদেশ | সাহিত্য সংস্কৃতি | স্মৃতিতে অম্লান | জীবন ও দর্শন | বিজ্ঞান প্রযুক্তি

সরকারের ষড়যন্ত্রে ভীত নন খালেদা জিয়াঃ রিজভি আহমেদ

আপডেট : October, 17, 2017, 7:47 pm

জিপি নিউজঃ মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মন্তব্য করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ষড়যন্ত্রে ভীত নন খালেদা জিয়া।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে গ্রেপ্তা‌রি প‌রোয়ানা জা‌রির প্রতিবাদে জাতীয়তাবাদী সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংস্থা (জাসাস) আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে রিজভী এ মন্তব্য করেন।

দেশ‌নেত্রী‌কে ‌মিথ্যা মামলায় গ্রেপ্তারি প‌রোয়ানা জা‌রি ক‌রে‌ছে সরকার। ঠিক আসার সম‌য় হ‌য়ে‌ছে যখন, তখনই প‌রোয়ানা জা‌রি। এদের (সরকা‌রের) ছক বাঁধা আছে। সবকিছু ডিজাইনের ম‌ধ্যে কর‌ছে, টাইমিং করা আছে সরকা‌রের। ‌কিন্তু গলায় গামছা দি‌য়ে ক্ষমতা থে‌কে যেদিন না‌মিয়ে দেবে দে‌শের জনগণ, এটা তারা জা‌নে না, বলেন রিজভী।

তা‌দের মুখে গণতন্ত্রের কথা? ত‌াহ‌লে বাকশাল কী? বাকশাল মা‌নেই গণতন্ত্র হত্যা, মি‌ছিল করা যা‌বে না, প্রতিবাদ করা যা‌বে না, যোগ করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

‌বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার বক্তব্যের যাঁরা সমালোচনা করছেন, তাঁদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা—তা বলা যা‌বে না। কবির কথা ভুল, আওয়ামী লী‌গের কথা সত্য, আইনমন্ত্রীর কথা সত্য, তা‌দের কথা মান‌তে হবে। না মান‌লে আপ‌নি মামলা খা‌বেন, গুম হ‌বেন, খুন হ‌বেন।

মহান মু‌ক্তিযু‌দ্ধের সময় প্রধান নেতা বা‌ড়ি‌তে ব‌সে থাকলেন আর দা‌য়িত্ব পালন কর‌লেন মেজর জিয়া। এ জন্যই তাঁর ওপর ক্ষোভ। ‌শেখ হাসিনা বারবার জনগ‌ণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ক‌রে‌ছে, বেগম খা‌লেদা জিয়া ক‌রে‌নি। দালা‌লির চ‌রিত্র, মোসা‌হেবি চ‌রিত্র কেন খা‌লেদা জিয়ার নেই, এ জন্য খা‌লেদা জিয়ার ওপর ক্ষোভ। ‌নির‌পেক্ষ নির্বাচ‌নের প্রধান অন্তরায়ই তো শেখ হা‌সিনা। ‌শেখ হা‌সিনার অধী‌নে নির‌পেক্ষ নির্বাচন হ‌বে না।

আইনমন্ত্রীর সমালোচনা করে রিজভী ব‌লেন, আপ‌নি নি‌জেই তো অর্বাচীনের দ‌লে, আপ‌নি জালিয়া‌তি ক‌রে জাল স্বাক্ষর ক‌রে প্রধান বিচারপ‌তি‌কে বি‌দেশ যে‌তে বাধ্য ক‌রে‌ছেন। আবার বল‌ছেন আপ‌নি সত্যবাদী, আপ‌নি সত্যবাদী, জনগ‌ণের অন্ত‌রে আপ‌নি যে মিথ্যাবাদী, তা বুঝ‌তে পার‌ছেন না?

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই রাজনীতিক বলেন, বেগম খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে আওয়ামী লীগ ব‌লে‌ছে, তি‌নি লন্ড‌নে ব‌সে ষড়যন্ত্র কর‌ছেন, দে‌শে আস‌বেন না। খা‌লেদা জিয়া দে‌শে অবশ্যই আস‌বেন, পা‌লি‌য়ে যাওয়ার নী‌তি তো আওয়ামী লী‌গের। ‌মিথ্যা প‌রোয়ানা দি‌য়ে, আপনারা ভাব‌ছেন দুর্বল কর‌বেন?

মানববন্ধ‌নে উপ‌স্থিত ছি‌লেন জাসাস সভাপতি ড, মামুন আহ‌মেদ, সাধারন সম্পাদক চল‌চ্চিত্র অভিনেতা হেলাল খান, অভিনেতা আশ্রাফ উদ্দিন উজ্জল, জাহাঙ্গীর আলম রিপন, অভি‌নেত্রী শায়লা, জাসা‌সের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রতন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মন্টু, তেজগাঁও থানা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক মোহাম্মদ ক‌বির প্রমুখ।

Facebook Comments
Share Button

সম্পাদক- ডাঃ মো: মেহেদী হাসান সূইট, যুগ্ম-সম্পাদক- মোঃ আলিউল হক পলাশ, নির্বাহী সম্পাদক : গিয়াস উদ্দিন আহমেদ, প্রধান প্রতিবেদক- মোঃ জাবের ইবনে হায়াত খান
জিপি নিউজ২৪ ডট কম, ৮৭, পল্টন টাউয়ার, লেবেল-৮, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০ কর্তৃক প্রকাশিত
মোবাইল : ০১৭১৯-৪৭৭১১৩, নিউজ : ০১৭১১-০৫৬৫৭২, ০১৬৭৬৩৬৯৪১৫
Email : gias.gpnews24@gmail.com

Desing & Developed BY ThemesBazar.Com

শিরোনাম :
★★ জিয়া পরিষদ জীবন বীমা কর্পোরেশন শাখা কমিটি অনুমোদন ★★ মেয়র তাপসের প্রতিহিংসার স্বীকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের যে দাবী ★★ খালেদা জিয়ার বিরুদ্ধে রষ্ট্রদ্রোহসহ ১১ মামলা হাইকোর্টে বাতিল ★★ বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে ★★ পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে ★★ বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম ★★ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ★★ স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে : তারেক রহমান ★★ ‘আমার দেশ’ পুনঃপ্রকাশে সরকারের সহযোগিতা চান মাহমুদুর রহমান ★★ বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল কুদ্দুস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল