জিপি নিউজঃ কেনিয়ায় একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় ৭ জন নিহত হয়েছে যাদের মধ্যে ছয়জনই শিশু। শনিবার অজ্ঞাত বন্দুকধারীরা কেনিয়ার উত্তরাঞ্চলীয় লকিচোগিও স্কুলে হামলা চালায়। এতে চারজন বালক, দুইজন বালিকা এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়।
দেশটিতে বিভিন্ন সময় বর্ণবাদী হামলার ঘটনা ঘটছে। দুটি বিরোধী পার্টি একে অপরের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ আছে। এর মধ্যে, কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কিসুমুতে বিরোধী দলের সমাবেশে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে। নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে বিক্ষোভকালে হতাহতের এ ঘটনা ঘটে।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার বিরোধী নেতা রায়লা ওডিঙ্গার শহর বন্দোর কেন্দ্রস্থলের দিকে বিক্ষোভকারীরা অগ্রসর হতে থাকে। এসময় তারা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করলে পুলিশও তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের মধ্যে একজনের কাঁধে এবং অপরজনের বুকে গুলি লাগে। রায়লা ওডিঙ্গার দুর্গ বলে পরিচিত সিয়া প্রদেশে গুলিতে তিনজন আহত হয়েছে বলে জানায় বন্দো পুলিশ প্রধান। রয়টার্স ও আল-জাজিরা।