জিপি নিউজঃ নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিএনপি ২০ দফা প্রস্তাব দিয়েছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় তাঁর দল।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এমন অবস্থানের কথা জানান ফখরুল। এর আগে বেলা ১১টার পর ইসির সঙ্গে বিএনপির সংলাপ শুরু হয়। শেষ হয় দুপুর ২টার দিকে।
সংলাপ শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান, তাঁরা নির্বাচন কমিশনকে যে ২০টি প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করা, মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, নির্বাচন কেন্দ্রগুলোর কমিটি বিলুপ্ত করে নির্বাচন কমিশনের আওতায় নতুন কমিটি দেওয়ার মতো বিষয়গুলো।
মির্জা আলমমগীর জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা তাঁদের সঙ্গে কথা বলতে পেরে সন্তুষ্ট। তিনি বিএনপির প্রস্তাবগুলো ভেবে দেখার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। তারা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্ররায়, তরিকুল ইসলাম, লে.জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সচিব আবদুল হালিম, ক্যাপ্টেন সুজাউদ্দিন, সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।