জিপি নিউজঃ রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে আগামী সোমবার ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও এবং জাতিসংঘ কার্যালয়ে স্মারকলিপি দেয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামি দল।
শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেয়া হয়।
এ সময় বিভিন্ন ইসলামি দলসহ মুসল্লিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে বায়তুল মোকাররমের উত্তর গেট।
হেফাজতে ইসলাম, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামি যুব আন্দোলনের নেতা কর্মীরা এ বিক্ষোভে অংশ নেয়।
বায়তুল মোকাররম সংযুক্ত রাস্তা ব্লক করে আগুন জ্বালিয়ে মুসল্লিরা মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে।
সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হলে মিয়ানমারের পণ্য বর্জন করতে হবে। ফেরাউনের সময় শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবে আরাকানেও নির্যাতন করা হচ্ছে। আরাকানে সূ চি’কে ডুবিয়ে মারা হবে।
বাংলাদেশের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তারা বলেন, বার্মার বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। প্রয়োজনে যুদ্ধ হবে।
রোহিঙ্গা মুসলমানদেরকে রক্ষা করতে প্রয়োজনে লং মার্চ করা হবে জানিয়ে তারা বলেন, আমাদের ভাইদেরকে রক্ষা করতে আমরা প্রস্তুত।
সমাবেশে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রউফ ইউসুফি, ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসেন কাশেমী, যুগ্ম-সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব, মহানগর যুগ্ম-সম্পাদক আহমেদ আল কাদের বক্তব্য দেন।